Www Eporcha Gov BD খতিয়ান অনুসন্ধান

জমির জমার কাগজপত্র গুলো একটি বেশিই সেনসিটিভ হওয়ার কারণে আমরা অনেকেই সেটার সমস্যা সমাধান করতে পারিনা, যেমন আমাদের যদি কোন একটি Eporcha হাঁড়িয়ে যায় তাহলে আমাদের খুব সমস্যায় পরতে হয়, অনেকের কাছে দৌড়াদৌড়ী করতে হয়, অনেক টাকা খরছ হয়, তবে এখন আমি আপনাদের কে এমন একটি পদ্ধতি দেখিয়ে দিব যে পদ্ধতি অনুস্মরণ করে আপনি Eporcha Gov BD খতিয়ান অনুসন্ধান করতে পারবেন, সেটা হোক যেকোন খতিয়ান। 

আরও পড়ুনঃ ই পর্চা খতিয়ান অনুসন্ধান করার নিয়ম

এই পদ্ধতি অনুস্মরণ করে আপনি ই নামজারি খতিয়ান অনুসন্ধান করতে পারবেন, সকল ধরনের সার্ভে খতিয়ান অনুসন্ধান করতে পারবেন। শুধু যে খতিয়ান অনুসন্ধান করতে পারবেন এমনটা নয়, এছাড়াও আপনি চাইলে সকল ধরনের খতিয়ান অনুসন্ধান করার পর সেটা অনলাইনে ডাউনলোড করতে পারবেন এবং সার্টিফাইড অরিজিনাল কপি আপনার ঠিকানায় হোম ডেলিভারিও নিতে পারবেন। 

আরও পড়ুনঃ আর এস খতিয়ান অনুসন্ধান করুন নতুন নিয়মে খুব সহজে

তবে হ্যাঁ Eporcha Gov BD Khatian অনুসন্ধান করার জন্য আপনার কাছে কিছু ডকুমেন্ট থাকতে হবে, কি কি ডকুমেন্ট দরকার হবে Eporcha Gov BD খতিয়ান অনুসন্ধান করার জন্য? কিভাবে অনুসন্ধান করবেন? এবং কিভাবে জমির ই পর্চা খতিয়ান ডাউনলোড করার জন্য আবেদন করবেন? সব কিছুই জানতে পারবেন এই পোষ্ট থেকে। 

Eporcha Gov BD খতিয়ান অনুসন্ধান নির্ভুল ভাবে করার জন্য নিছের ধাপ অনুযায়ী পড়ুন। 

WWW Eporcha Gov BD খতিয়ান অনুসন্ধান করতে প্রয়োজন

WWW Eporcha Gov BD খতিয়ান অনুসন্ধান করতে হলে প্রয়োজন হবে খতিয়ানের তথ্য এবং জমির ঠিকানা। খতিয়ানের তথ্যের মধ্যে রয়েছে খতিয়ান নং, দাগ নং, মালিকানা নাম, স্বামী/পিতার। এই চারটি তথ্য প্রায় সকল ধরনের খতিয়ানে থাকে, এর মধ্য থেকে আপনার যে কোন একটি তথ্য জানা থাকতে হবে, তাহলে অনলাইনে www eporcha gov bd ওয়েবসাইটের মাধ্যমে অথবা eKhatian মোবাইল অ্যাপের মাধ্যমে আপনার খতিয়ানটি যাচাই করতে পারবেন। 

তারপর দরকার হবে আপনার জমির পুর ঠিকানার। 

খতিয়ান অনুসন্ধান করতে দরকারঃ 

খতিয়ান তথ্য – খতিয়ান নম্বর/দাগ নম্বর/স্বামীর নাম/ পিতার নাম/ মালিকানা নাম। 

জমির ঠিকানা – বিভাগ>জেলা>উপজেলা>মৌজা। 

এই তথ্য গুলো হলে আপনি Eporcha Gov BD ওয়েবসাইটের মাধ্যমে খতিয়ান অনুসন্ধান করতে পারবেন। 

খতিয়ান অনুসন্ধান করার পদ্ধতি 

খতিয়ান অনুসন্ধান আমরা দুই ভাবে করতে পারি, Eporcha Gov BD ওয়েবসাইটের মাধ্যমে এবং eKhatian মোবাইল অ্যাপের মাধ্যমে। 

Eporcha Gov BD ওয়েবসাইটের মাধ্যমে কিছুটা কঠিন মোবাইল অ্যাপের তুলনায়। তাই আমরা দেখব কিভাবে eKhatian মোবাইল অ্যাপের মাধ্যমে খতিয়ান অনুসন্ধান করতে হয়। 

দুটি পদ্ধতিতে খতিয়ান অনুসন্ধান করতে একই ধরনের ডকুমেন্ট প্রয়োজন হয়, এমনকি ekhatian মোবাইল অ্যাপ দিয়ে খতিয়ান অনুসন্ধান করা আরও সহজ কারণ এটায় আপনি পিতা কিংবা স্বামীর নাম দিয়েও অনুসন্ধান করতে পারবেন, যা Eporcha Gov BD ওয়েবসাইটে পারবেন না। 

WWW Eporcha Gov BD খতিয়ান অনুসন্ধান করার নিয়ম

Www Eporcha Gov BD খতিয়ান অনুসন্ধান করুন মাত্র ২ মিনিটে - Land Gov BD

মোবাইল অ্যাপ দিয়ে খতিয়ান অনুসন্ধান করতে প্রথমে eKhatian মোবাইল অ্যাপটি ডাউনলোড করুন, 

অ্যাপটি ডাউনলোড করার জন্য গুগোল প্লে স্টোরে যান, এবং সার্চ eKhatian লিখে, অ্যাপটি আসলে সেটা ডাউনলোড করে ওপেন করুন। 

অ্যাপটি ওপেন করার পর খতিয়ান লিখায় ছ্যাপ দিয়ে পরের অপশনে যান। 

বিভাগ, জেলা ও খতিয়ান নির্বাচন 

অনুসন্ধান পেইজে আসার পর প্রথমেই আপনার বিভাগ বাছাই করতে হবে তারপর যথাক্রমে জেলা এবং খতিয়ানের ধরন। 

বিভাগ বাছাই করার জন্য বিভাগ* লিখায় ছ্যাপুন, সকল বিভাগের নাম দেখাবে সেখান থেকে আপনার বিভাগের নামের উপর ছ্যাপ দিন। 

জেলা বাছাই করার জন্য একই ভাবে জেলা লিখার উপরে ছ্যাপ দিন, তারপর আপনার জেলার নামের উপরে ছ্যাপ দিয়ে বাছাই করুন। 

এরপর খতিয়ান ধরন নির্বাচন করতে হবে, এর জন্য খতিয়ান ধরন নির্বাচন করুনে ছ্যাপ দিন এবং আপনি যেই ধরনের খতিয়ান অনুসন্ধান করতে চান সেটার উপরে ছ্যাপ দিয়ে বাছাই করুন। 

উপজেলা এবং মৌজা নির্বাচন 

Www Eporcha Gov BD খতিয়ান অনুসন্ধান করুন মাত্র ২ মিনিটে - Land Gov BD

উপজেলা নাম বাছাই করার জন্য উপজেলা* লিখার উপরে ছ্যাপ দিন এবং আপনার উপজেলা নামটি বাছাই করুন। 

তারপর মৌজা লিখার উপরে ছ্যাপ দিন এবং মৌজা নাম বাছাই করুন। 

খতিয়ানের তথ্য সাবমিট এবং যাচাই 

এরপর আপনি কোন তথ্য দিয়ে Eporcha Gov BD খতিয়ান অনুসন্ধান করতে চান সেটা নির্বাচন করুন, যেমন আপনি যদি খতিয়ান নং দিয়ে খতিয়ান অনুসন্ধান করতে চান তাহলে খতিয়ান নং লিখায় ছ্যাপ দিন এবং খতিয়ান নং লিখুন। 

তারপর ক্যাপছা লিখে, অনুসন্ধান করুন বাটনে ছ্যাপ দিন, ব্যাস এখানেই আপনার খতিয়ানের সকল তথ্য দেখতে পারবেন, এখন খতিয়ানটি ডাউনলোড করতে চাইলে কিংবা অরিজিনাল কপি আপনার ঠিকানায় হোম ডেলিভারি নিতে চাইলে খতিয়ান আবেদন বাটনে ছ্যাপ দিন তারপর আপনাকে একটি ফরম পূরণ করতে হবে। 

এবং আরও কিছু তথ্য সাবমিট করতে হবে। অনলাইন কপি ডাউনলোড করার জন্য ১০০ টাকা এবং অরিজিনাল কপি হোম ডেলিভারির জন্য ১৪০ টাকা পেমেন্ট করা দরকার হবে। 

জমির খতিয়ান পেতে আবেদন করার জন্য কি কি তথ্য প্রয়োজন? কিভাবে আবেদন করতে হবে? কিভাবে টাকা পেমেন্ট করতে হবে সব জানতে পারবেন লিছের লিংক থেকে।

আরও পড়ুনঃ খতিয়ান ডাউনলোড এবং অরিজিনাল কপি পাওয়ার জন্য আবেদন করার নিয়ম। 

উপসংহার

Www Eporcha Gov BD খতিয়ান অনুসন্ধান কিভাবে করতে হয় তার একদম সহজ পদ্ধতি আপনাদের দেখানো হয়েছে, এখন থেকে আপনারা এই পদ্ধতি অনুস্মরণ করে নিজের মোবাইল দিয়েই যেকোন খতিয়ান অনুসন্ধান করতে পারবেন, এর জন্য কারো কাছে যেতে হবেনা এবং কোন প্রকার টাকাও খরচ হবেনা। 

শুধু মাত্র খতিয়ান ডাউনলোড করতে চাইলে কিংবা অরিজিনাল কপি পেতে চাইলে টাকা প্রয়োজন হবে। সেটাও খুবি কম। আশা করি এই পোষ্ট থেকে আপনারা উপক্রিত হবেন ধন্যবাদ সাথে থাকার জন্য। 

Similar Posts