মালয়েশিয়া ভিসা চেক অনলাইন
পাসপোর্ট নাম্বার এবং জাতীয়তা প্রধান করে মালয়েশিয়া ভিসা চেক করতে পারবেন, মালয়েশিয়া ভিসা চেক করা খুবি সহজ, যা আপনি মোবাইল দিয়ে অল্প সময়ে করতে পারবেন,
কীভাবে মালয়েশিয়া ভিসা চেক অনলাইন-এ করবেন তার বিস্তাতির থাকছে এই পোস্টে। এছাড়াও থাকছে মালয়েশিয়া ই-ভিসা চেক করার নিয়ম।
মালয়েশিয়া ভিসা চেক অনলাইন
মালয়েশিয়া ভিসা চেক অনলাইন-এ করার জন্য প্রথমে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে, তারপর সেখানে থাকা No Passport ঘরে আপনার পাসপোর্ট নাম্বার দিতে হবে,
তারপর Citizens বা জাতীয়তা Bangladeshi নির্বাচন করতে হবে। এরপর সার্চ বাঁটনে ক্লিক করে ভিসা স্ট্যাটাস দেখতে পারবেন। চলোন দেখি চবি সহ ধাপ অনুযায়ী।
- আরও পড়ুনঃ ইন্ডিয়ান ভিসা চেক
পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক
মালয়েশিয়া ভিসা চেক স্ট্যাটাস দেখতে এখানে ক্লিক করে ওয়েবসাইট প্রবেশ করুন তারপর,
- No Passport: এখানে আপনার পাসপোর্ট নাম্বার লিখতে হবে।
- Citizens: এখানে আপনার জাতীয়তা Bangladshi লিখতে হবে।
- তারপর সার্চ বাঁটনে ক্লিক করলেই আপনার মালয়েশিয়া ভিসার স্ট্যাটাস দেখতে পারবেন।
মালয়েশিয়া ভিসা অনলাইনে করার পর স্ট্যাটাস দেখে কীভাবে বুঝবেন আপনার ভিসার অবস্থান? স্ট্যাটাস বুঝতে বিস্তারিত নিচে দেখুন।
মালয়েশিয়া ভিসা স্ট্যাটাসের অর্থ
মালয়েশিয়া ভিসা চেক করার পর স্ট্যাটাস দেখে ভিসা হয়েছে কিনা কীভাবে বুঝবেন তা অনেকেই জানেন না,
এখানে একটি টেবিল আঁকারে পাসপোর্ট স্ট্যাটাস সহ তার অর্থ দেওয়া হয়েছে, অর্থ দেখে আপনারা বুঝতে পারবেন ভিসা হয়েছ কিনা।
APPLICATION ACCEPTED | আবেদন গ্রহন করা হয়েছে |
NEW | আবেদন জমা হয়েছে, এবং আবেদন পক্রিয়া চলমান রয়েছে |
PASSED | আপনার আবেদন অনুমোদিত হয়েছে |
REJECT | আবেদন অনুমোদিত হয়নি, প্রত্যাখ্যাত করা হয়েছে |
CANCELED | কোন কারণে আবেদন বাতিল হয়েছে, |
BAYAR | ফি পরিশোদ করেছেন, এখন স্টিকার প্রিন্ট করতে প্রস্তত রয়েছে |
প্রিন্ট করা হয়েছে, সংগ্রহ করুন | |
TOUGH | আবেদন দীর্ঘ হয়েছে |
- আরও পড়ুনঃ সৌদি আরব ভিসা চেক
- আরও পড়ুনঃ কাতার ভিসা চেক
মালয়েশিয়া কলিং ভিসা চেক
মালয়েশিয়া কলিং ভিসা চেক দুইভাবে করা যায়, এরজন্য দুই বা তিনটি তথ্য প্রয়োজন হয়,
প্রথম পদ্ধতি
প্রথম পদ্ধতির মাধ্যমে মালয়েশিয়া কলিং ভিসা চেক করার জন্য আপনার প্রয়োজন হবে Employer Identification Card No. এবং Application Number,
এই দুটি তথ্য থাকলে এভাবে মালয়েশিয়া কলিং ভিসা চেক করতে পারেন।
- ওয়েবসাইটে প্রবেশ করুন এখান থেকে, লিংক…
- তারপর Employer Identification Card No ঘরে আপনার কার্ড নাম্বারটি লিখুন,
- তারপর আপনার Application Number লিখুন,
- এরপর সার্চ বাঁটনে ক্লিক করলে আপনার কলিং ভিসা স্ট্যাটাস দেখতে পারবেন।
দ্বিতীয় পদ্ধতি
দ্বিতীয় পদ্ধতির মাধ্যমে মালয়েশিয়া কলিং ভিসা চেক করতে প্রয়োজন হবে Company Registration No. এবং Application Number.
এই দুটি তথ্য দিয়ে কলিং ভিসা চেক করতে পূর্বের মতই ওয়েবসাইটে যেতে হবে,
- তারপর Company Registration No. ঘরে আপনার Registration নাম্বারটি লিখুন,
- Application Number ঘরে আপনার Application নাম্বার লিখুন, যা প্রথম পদ্ধতির জন্যেও প্রয়োজন।
- তারপর Search বাঁটনে ক্লিক করলে কলিং ভিসা চেক করতে পারবেন।
মালয়েশিয়া ই ভিসা চেক
মালয়েশিয়া ই ভিসা চেক করতে যেতে হবে ওয়েবসাইটে, তারপর এখানে আপনার পাসপোর্ট নাম্বার এবং স্টিকার নাম্বার দিয়ে ই ভিসা চেক করতে পারবেন।
- এই লিংক থেকে ওয়েবসাইটে প্রবেশ করুন,
- পাসপোর্ট নাম্বার লিখুন,
- স্টিকার নাম্বার লিখুন,
- ক্যাপছা লিখুন,
- চেক বাঁটনে ক্লিক করে ই ভিসা স্ট্যাটাস দেখুন।
এভাবেই অল্প সময়ে আপনার মালয়েশিয়া ই ভিসা চেক করতে পারেন।
উপসংহার
মালয়েশিয়া ভিসা তিনটি নামে পরিচিত, ১- মালয়েশিয়া ভিসা, ২- মালয়েশিয়া কলিং ভিসা, ৩- মালয়েশিয়া ই ভিসা।
মালয়েশিয়ার ভিসা ভিন্ন ভিন্ন হওয়ার কারণে সেগুলো চেক করার নিয়মও রয়েছে ভিন্ন, তাই আমাদের এই পোস্টে তিন ধরনের ভিসা চেক করার নিয়ম নিয়ে লিখা হয়েছে।
আপনি যেই ভিসাই চেক করেন, একটা বিষয় মাথায় রাখবে