15000 টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ

প্রিয় দর্শক অনেকেই চান 15000 টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ এ একটি ভালো মোবাইল কিন্তু আপনারা তা খুঁজে পান না বাজারে গেলে বিভিন্ন মডেলের ফোন পাওয়া যায় ১৫০০০ টাকার মধ্যে তবে দামি হলেও কিন্তু কাজে হয় না অনেকেই ফোন না বুঝে কি নিয়ে পড়ে ঠকে যায়। 

একটা ফোন কিনতে হলে ফোনের ফিচার এবং সবকিছু দেখে শুনে কিনতে হয় তবে আপনি হয়তো একই ভুল আগেও করেছেন না বুঝিয়ে ফোন কেনে ঠকে চেন কেননা ছোট থাকতে এমনটাও আমার সাথে হয়েছে তবে প্রিয় দর্শক চিন্তার কোন কারণ নাই আজ আমি আছি আপনাদের সাথে আপনাদেরকে আজ শেয়ার করব কয়েকটি 15000 টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ এর মধ্যে। 

অবশ্যই আমরা যেগুলা ফোন শেয়ার করব আপনাদের মাঝে সবগুলো মোবাইলেরই আমরা ভালো রিভিউ দেখেই আপনাদের মাঝে শেয়ার করব তাই আপনার চিন্তার কোন কারণ নেই কেননা আজকে আমাদের এই আর্টিকেলের মধ্যে যতগুলা ফোন শেয়ার করব আশা করি এখানে একটি ফোন আপনার ভালো লাগবেই তো চলেন বেশি না কথা বলে শুরু করি আজকে আমাদের এই আর্টিকেলের মূল বিষয়টি।  

15000 টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ | Xiaomi Redmi note 12 

যদি আপনার বাজেট হয় ১৫ হাজার টাকার মধ্যে তাহলে এই মোবাইল নিয়ে কথা বলবনা এমন টা হতেই পারে না এই মোবাইল এর ফিচার এবং ডিজাইন দেখে আপনি কিনতে পাগল হয়ে যাবেন তবে মোবাইল এর ডিজাইন দেখে কিনলে আপনি ঠকতে পারেন তাই অবশ্যই মোবাইলের ফিচার দেখা অনেক গুরুত্বপূর্ণ।  

অনেকেই অনেক কাছের জন্য একটি মোবাইল কিনে থাকে কেউ গ্রেম খেলাল জন্য কেউ কাজ করার জন্য বা কেউ নিজের কাজ করার জন্য কিনে থাকে আমরা যে মোবাইল নিয়ে এসেছি এই মোবাইল দিয়ে আপনি মোটামুটি ভালো গেমিং করতে পারবেন যাতে আপনার প্রফেশনাল কাজগুলোও করতে পারবেন খুব স্মুথলি। 

এই মোবাইলটি বাজারে এসেছে বেশি দিন হয়নি রেডমি ব্যান্ডের মোবাইল গুলা অনেকই অনেক ভালোবাসে এবং এই ব্যান্ডের মোবাইল গুলো ব্যবহার করতে অনেকেই পছন্দ বোধ করে তবে পছন্দের সাথে ফিচার ভলো থাকা গুরুত্বপূর্ণ। 

এই মোবাইলে অন্যান্য ফোনের মতনই দুটি সিম ব্যবহার করতে পারবেন এবং ৪জ, এই মোবাইলটি আপনি বাজারে পাবেন তিনটি কালারের এই মোবাইলটিতে চার্জ করার জন্য দেওয়া হয়েছে usb type c,  

মোবাইল টিতে ডেমিনেশন থাকছে 168.6 x 76.3 x 8.2 millimeters মোবাইলটিতে ওজন দেওয়া হয়েছে 198.5 গ্রাম এই দাম অনুযায়ী অন্যান্য মোবাইল থেকে এই মোবাইলটিতে একটু ওজন বেশি মনে হয়েছে তবে আমি মনে করি এই ওজনটা আপনাকে বেশি সমস্যায় ফেলবে না,  মোবাইলটির ডিসপ্লে সাইজ দেওয়া হয়েছে 6.79 inches রেজুলেশন Full HD + 1080 x 2460 Pixel ( 396ppi) ,  

ব্যাক ক্যামেরা দেওয়া হয়েছে Triple 50+8+2 megapixels এই দামের মধ্যে এই মোবাইলটিতে পাচ্ছেন তিনটি ক্যামেরা আবার তিনটি ক্যামেরাই খুব ভালোভাবে কাজ করবে ভিডিও রেকর্ড করতে পারবেন ফুল এইচডিতে,ফন্ট ক্যামেরা থাকছে 8 megapixels এটিও ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করতে পারবেন।  

চিপসেট পাবেন mediatek helio g88 ( 12nm)  রেম পাবেন ৪জিবি রোম ১২৮জিবি,  প্রসেসর দেওয়া হয়েছে octa core,  up to 2.0 gHz, ব্যাটারি ক্যাপাসিটি দেওয়া হয়েছে 5000 mAh  fast Charging 18w 

Xiaomi Redmi Note 12 Full Specifications 

  1. Network Dual nano sim 4g 
  2. Ram 4GB Rom 128GB 
  3. Display 6.79 inches 
  4. Weigh 198.5 grams 
  5. Chipset media tek helio g88 ( 12nm)  
  6. Back camera 50+8+2 megapixels 
  7. Front camera 8 megapixels 
  8. Battery capacity 5000mAh 
  9. Mobile price,, 13,999 taka

15000 টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ | Vivo y16 

আমাদের লিষ্টের দ্বিতীয় নাম্বার রয়েছে 15000 টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ এর মধ্যে আরেকটি ভালো মোবাইল এই মোবাইলটি ও দাম অনুযায়ী দুর্দান্ত এখন আমরা এই মোবাইলের ফিচার নিয়ে কথা বলবো আশা করি আপনার ভালো লাগবে আর আপনি কিনবেন।  

এই মোবাইল টি হচ্ছে ভিভো ব্যান্ডের ভিভো মোবাইল বাংলাদেশ অনেক জনপ্রিয় একটি মোবাইল এই মোবাইলেও আপনি মোটামুটি ভালো গেমিং করতে পারবেন।  

অন্য মোবাইল এর মতো এই মোবাইলেও নেটওয়ার্ক দেওয়া হয়েছে ৪জি এবং এক সাথে দুটি সিম ব্যাবহার করা যাবে, মোবাইলটিতে চার্জ করার জন্য দেওয়া হয়েছে USB type c, 

এই মোবাইলে ডেমিনেসন দেওয়া হয়েছে 164. X 75.6  x 8.2 millimeters,  মোবাইলের ওজন দেওয়া হয়েছে 184 grams মোবাইলটির ডিসপ্লে সাইজ দেওয়া হয়েছে 6.51 inches রেজুলেশন থাকছে Hd + 720 x 1600 ppi) , এই দামের মধ্যে ডিসপ্লে পাচ্ছেন খুব বড় ওজন কম রয়েছে।  

ব্যাক ক্যামেরা দেওয়া হয়েছে 13+2 megapixels ভিডিও রেকর্ড করতে পারবেন ফুল এইচডিতে  ফন্ট ক্যামেরা দেওয়া হয়েছে 5 megapixels।  

এই মোবাইল টিতে চিপসেট দেওয়া হয়েছে mediatek helio p35 ( 12nm)  প্রসেসর থাকছে octa core,  up to 2.3 Ghz,  রেম ৪জিবি রোম ৬৪ জিবি।  

ব্যাটারি ক্যাপাসিটি দেওয়া হয়েছে  5000mAh fast charging 10w এই দামের মধ্যে পাচ্ছেন 5000mAh এটা অসাধারণ।  

Vivo Y16 Full Specifications

  1. Network dual nano sim 4g 
  2. Chipset mediatek helio p35 ( 12nm)  
  3. Ram 4 GB Rom 64GB 
  4. Processor  octa core up to 2.3 GHz 
  5. Back Camera 16+2 megapixels 
  6. Front camera 5 megapixels 
  7. Display size 6.51 inches 
  8. Weigh 184 grams 
  9. Mobile price,  13,999taka

15000 টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ | walton nexg n8 

ওয়ালটন  হচ্ছে আমাদের বাংলাদেশী একটি ব্যান্ড এটা অনেকেই জানেন আবার জানেন না যতই দিন যাচ্ছে walton ততোই উন্নতি হচ্ছে তাই এখন বাংলাদেশের মানুষ আস্থা রাখছে নিজের দেশের ব্যান্ডের উপর।  

সব মোবাইলের মতোই এটাতে ব্যাবহার করা যাবে এক সাথে দুটি সিম পাবেন ৪জি মোবাইলটিতে চার্জ করার জন্য দেওয়া হয়েছে USB Tyoe c,  

মোবাইল টিতে ডেমিনেসন দেওয়া হয়েছে 168.5 x 76.6 x 8.3 mm মোবাইলটির ওজন দেওয়া হয়েছে 195 grams ডিসপ্লে সাইজ দেওয়া হয়েছে 6.8 inches যার রেজুলেশন দেওয়া হয়েছে 1080 x 2460  pixels,  

রেম দেওয়া হয়েছে ১২জিবি রোম ১২৮জিবি  আমি জানিন রেম সঠিক কিনা সঠিক হলে অবশ্যই এটা হবে রেকর্ড কারণ এই দামের মধ্যে ১২জিবি রেম অসলেই অসাধারণ।  

ব্যাক ক্যামেরা দেওয়া হয়েছে 50+2+2 megapixels ভিডিও রেকর্ড করতে পারবেন ফুল এইচডিতে ফন্ট ক্যামেরা দেওয়া হয়েছে 13 megapixels, এই দামের মধ্যে ক্যামেরা পাচ্ছেন অসাধারণ আশা করি আপনার ভালো লাগবে।  

চিপসেট দেওয়া হয়েছে unison tiger t616 soC Processor দেওয়া হয়েছে 2.0  GHz octa core, battery capacity 5000mAh 

Walton nexg n8 Full Specifications 

  1. Network dual nano sim 4g 
  2. Chipset unisoc Tiger T616 soC
  3. Ram 12 GB Rom 128GB 
  4. Processor 2.0 octa core 
  5. Display size 6.80 inches 
  6. Weigh 196 grams 
  7. Back camera 50+2+2 megapixels 
  8. Front camera 16 megapixels 
  9. Battery capacity 5000mAh 
  10. Mobile price,  15,499 taka

Similar Posts